মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল - ajkerparibartan.com
মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

4:27 pm , August 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শান্তি সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমআ জামে বায়তুল মোকাররম মসজিদের সামনে সদররোড থেকে এ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা। মিছিলটি নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম। ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ানের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আরিফুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন। এসময় নেতাকর্মীরা বলেন, সরকার দলীয় যুবলীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে অন্তকোন্দলে মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল হত্যার দায় আওয়ামীলীগকেই নিতে হবে। খুনীরা সরকার দলীয় হওয়ায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি,যা খুবই নিন্দনীয়। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি সর্বোচ্চ বিচারের দাবি জানাই। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি তানভীর আহমেদ শোভন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ ত্বলহা হাসান,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এইচ এম তরিকুল ইসলাম, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ মুমিনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মুঈনুল ইসলাম প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT