4:26 pm , August 4, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আজ ডা. ব্রজেন্দ্রনাথ শীলের ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের আজকের দিনে সকাল ৬ টা ৪০ মিনিটের সময় ইহলোক ত্যাগ করেন তিনি। জীবদ্দশায় তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং দায়িত্ব পরায়ন। একজন আদর্শ চিকিৎসক হিসেবে সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। রোগীর সেবা করাই ছিল তার ব্রত। মেডিকেল অফিসার হিসেবে তিনি অধিকাংশ সময়-ই বরিশাল বিভাগের বেতাগী, কাউখালী এবং রাজাপুর থানায় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। এর মধ্যে মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি রাজাপুর থানায় শত শত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করেন। আজও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদিকে আজ ডা. ব্রজেন্দ্রনাথ শীল এর মৃত্যুবাষিকী উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগরীর শীতলাখোলা ব্রজেন্দ্র ভবনে প্রয়াতের সমাধিতে পুস্পমাল্য প্রদান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও হরিনাম সংকীর্ত্তন। এছাড়া নগরীর ইস্কন মন্দিরে তার আত্মার শান্তি কামনায় ভগবানের বিশেষ পূজার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য প্রয়াতের ছোট ছেলে চন্দন জ্যোতি শীল বর্তমানে জাতীয় দৈনিক আজকের প্রভাত এর সিনিয়ন স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।