মহানগর ও উত্তর জেলার যৌথভাবে সমাবেশ মহানগর ও উত্তর জেলার যৌথভাবে সমাবেশ - ajkerparibartan.com
মহানগর ও উত্তর জেলার যৌথভাবে সমাবেশ

4:25 pm , August 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর সাজার প্রতিবাদে নগরীতে যৌথভাবে সমাবেশ করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান ফারুক। সদর রোড দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায়  সঞ্চালনা করেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ ও উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুল। বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক বিএম কলেজ ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রী বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, বরিশাল মহানগর সি. যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, বরিশাল মহানগর শ্রমিকদল আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দল সাধারন সম্পাদিকা পাপিয়া পারভিন, মহানগর কৃষকদল সদস্য সচিব সাঈদ তালুকদার, হিজলা উপজেলা বিএনপি আহবায়ক গফফার তালুকদার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মশিউর রহমান মঞ্জু। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT