চারদিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল শুরু চারদিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল শুরু - ajkerparibartan.com
চারদিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল শুরু

4:25 pm , August 4, 2023

মো: আফজাল হোসেন, ভোলা ॥ অবশেষে চারদিন পর ভোলা- লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনো স্বাভাবিক হয়নি ফেরি চলাচল। লো ওয়াটার ঘাটের পন্টুন মেরামত করে ফেরি চালু করা হয়েছে। জোয়ার-ভাটার উপর নির্ভর করেই চলতে হবে। শুক্রবার ৩টায় ভোলা-লক্ষ্মিপুর রুটের ফেরি চালু করা সম্ভব হয়েছে। ভোলার ইলিশা ফেরিঘাটের দুটি ঘাট রয়েছে। একটি হাই ওয়াটার এবং অপরটি লো ওয়াটার। লো ওয়াটার ঘাট এবং পন্টুন মেরামত করে ফেরি চালু করা হলো। তবে ভাটার সময় এই ফেরি চালানো সম্ভব হবে। জোয়ারের সময় আবার ফেরি বন্ধ হয়ে যাবে। ওই সময় ঘাটের ফেরিতে ওটার যে গ্যাং ওয়ে রয়েছে (রাস্তা) সেটি পানিতে প্লাবিত থাকে বলে ফেরির লোড আনলোড করা সম্ভব হবে না বলে জানান ফেরিঘাটের ঘাট ম্যানেজার মো: পারভেজ খাঁন। তিনি বলেন, হাই ওয়াটার ঘাট এবং পন্টুন ঠিক না করা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না।  অপর দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে আগামি ২/৩দিনের মধ্যেই হাই ওয়াটার ঘাট এবং পন্টুন মেরামত করা সম্ভব হবে। ওই ফেরির র?্যাম্পটি পানিতে টেনে উপরে তুলে আনা হয়েছে।  উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে যাত্রিবাহী লঞ্চ শতাব্দী বাঁধন লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন। ফলে গত মঙ্গলবার থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT