4:24 pm , August 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছে। বৃহস্পতিবারে মারা যাওয়া বৃদ্ধা হলেন বকুল রানী (৭০)। সে আগৈলঝাড়া উপজেলার ঘোড়ারপাড় এলাকার বাসিন্দা। বৃদ্ধার ছেলে সুখ চাঁদ বলেন, গত ২৯ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ ও ৬ জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে দুইটি মেডিকেল কলেজ ও ৬ জেলা সদর হাসপাতালে বর্তমানে ৮৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া ৩৫ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগের পটুয়াখালী জেলার হাসপাতালে ৩১ জন, ভোলায় ২১ জন, পিরোজপুরে ৩১ জন ও বরগুনায় ২২ জন ডেঙ্গু রোগী গেলো ২৪ ঘন্টায় সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ছয় হাজার ৩৭৬ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫০৩ জন। স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।