মুলাদীতে গভীর রাতে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনের ঘোষণা, প্রার্থীদের বর্জন মুলাদীতে গভীর রাতে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনের ঘোষণা, প্রার্থীদের বর্জন - ajkerparibartan.com
মুলাদীতে গভীর রাতে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনের ঘোষণা, প্রার্থীদের বর্জন

4:23 pm , August 4, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে গভীর রাতে বাহাদুরপুর ফজলুর রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ঘোষণা করেছেন প্রিজাইডিং অফিসার। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এলাকায় মাইকিং করে নির্বাচনের ঘোষণা দেন। গতকাল শনিবার সকাল ১০টার থেকে ভোট গ্রহণের কথা জানানো হয়। নির্বাচনের একদিন আগে মাইকিং করে ঘোষণা এবং ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়ায় ৫জন অভিভাবক সদস্য নির্বাচন বর্জন করেছেন। তারা গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন।
জানা গেছে, গত ১৬ জুলাই বাহাদুরপুর ফজলুর রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিলো। ১১ জুলাই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে সাইদুর রহমান পলাশ শরীফ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালতের নির্দেশে প্রিজাইডিং অফিসার ১৩ জুলাই ভোট স্থগিত করে দেন। হঠাৎ করেই গত ৩ আগস্ট রাতে প্রিজাইডিং অফিসারের বরাত দিয়ে নির্বাচনের ঘোষণা করে মাইকিং করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রার্থী মো. মাসুদ সিকদার জানান, নির্বাচন স্থগিতের পরে কোনো প্রার্থীই প্রস্তুতি নেননি। গভীর রাতে মাইকিং করে শনিবার ভোট গ্রহণের ঘোষণা দেওয়ায় প্রার্থীরা বিব্রত হয়ে পড়েছে এবং সবাই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এর পরেও প্রিজাইডিং অফিসার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্রবার বিকেলে ভোট বক্স, ব্যালট পেপারসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এব্যাপারে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, একদিনের নোটিশ দিয়ে নির্বাচন হওয়া সম্ভব নয়। প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় নির্বাচন স্থগিত করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT