নগরী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ নগরী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ - ajkerparibartan.com
নগরী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

4:23 pm , August 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে মাদ্রাসা পড়–য়া নিখোজ ছাত্র মো. ইয়াসিনের তিন দিনেও কোন সন্ধান না পেয়ে পরিবারটি পাগল প্রায়। নগরীর গাউয়াসার এলাকার নুরুন্নেছা হেফজ মাদ্রাসা ইয়াতিম খানা ও লিল্লাহ বোডিংয়ে ছাত্র ইয়াসিন গত ১ আগষ্ট থেকে নিখোঁজ। তার বাবা মোঃ শামিম জানায় সে মাদ্রাসায় থেকেই হাফিজি পড়ে। গত ১ আগষ্ট সকাল ৮টা থেকে ১০টার মধ্যে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। তার গায়ের রং ফর্সা ও ছিপছিপে। বয়স আনুমানিক ১২ বছর । নিখোঁজের পর আত্মীয় স্বজন সহ সর্বএ খোজ নিয়ে ও ইয়াসিনের সন্ধান না পেয়ে কাউনিয়া থানায় একটি জিডি করেন। জিডি নং ১৩১ । নিখোজ ইয়াসিন এক ভাই এক বোন। তারা বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডস্থ জোড় মসজীদ রোড গাউয়াসার এলাকায় আঃ রশিদ মিয়ার বাড়িতে দীর্ঘ দিন যাবৎ ভাড়া থাকে। তার সন্ধান জানানোর অনুরোধ করেছে বাবা। তার মোবাইল নম্বর হলো মোবাইল ঃ ০১৯১১১১২৩৩০।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT