বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে বাধা দুই শিশুকে কুপিয়ে হত্যা বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে বাধা দুই শিশুকে কুপিয়ে হত্যা - ajkerparibartan.com
বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে বাধা দুই শিশুকে কুপিয়ে হত্যা

4:18 pm , August 4, 2023

বরগুনা প্রতিবেদক ॥ বরগুনায় শ্যালিকাকে ধর্ষণে বাধা পেয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনার সময় ওই নারীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে তিন বছরের শিশুটি আহত নারীর মেয়ে। ১৩ বছর বয়সি আরেক শিশু ওই নারীর প্রতিবেশীর ছেলে। গ্রেপ্তার ইলিয়াস পহলান (৩০) একই উপজেলার বাসিন্দা এবং আহত নারীর বড় বোনের স্বামী। ওসি মিজানুর বলেন, ওই নারীর সঙ্গে সম্প্রতি তার স্বামীর ছাড়াছাড়ি হয়েছে। তারপর থেকে তিনি বাবার বাড়ি থাকতেন। ইলিয়াস দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ওই নারী, তার মেয়ে ও প্রতিবেশীর ছেলেকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ইলিয়াস ওই বাড়িতে গিয়ে নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তখন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করেন। এ সময় তাকে বাঁচাতে দুই শিশু এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে পালিয়ে যান ইলিয়াস। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনও মারা যায়। গুরুতর আহত নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে আলামত উদ্ধার করেছে এবং ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT