4:19 pm , August 3, 2023
নিজস্ব প্রতিবেদক ॥শাশুড়ীকে ধর্ষনের অভিযোগে স্ত্রীর করা মামলার আসামী বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন। গ্রেপ্তার তপু তালুকদার (৪০) আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া কাজিরপাড় এলাকার তালুকদার বাড়ীর মৃত আলতাফ তালুকদারের স্ত্রী। সে শেবাচিম হাসপাতালের পচ্ছিন্নতা কর্মী।কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়ীকে ঘুমের ঔষধ সেবন করিয়ে ধর্ষনের অভিযোগে মামলা করেছে। এতে ৭০ বছর বয়সী শাশুড়ী গুরুতর অসুস্থ অবস্থায় শেবাচিম হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় তপুর স্ত্রী বাদী হয়ে একমাত্র তাকে আসামী করে মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানানা, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে তপুকে আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্ত্রীর করা মামলায় তাকে জেলে পাঠানো হয়েছে। মামলার বরাতে তিনি জানান, হাসপাতালের চতুর্থ শ্রেনীর কোয়ার্টারের ১০ নং ভবনের নিচতলায় স্ত্রীকে নিয়ে বাস করতো তপু। চার ছেলে সন্তানের জনক তপু মাদকাসক্ত অবস্থায় প্রতিদিন বাসায় এসে স্ত্রীকে মারধর করে। ১০/১২ দিন পূর্বে তপুর মারধরে গুরুতর আহত হয়ে শেবাচিম হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়। চার সন্তানকে দেখভালের জন্য বাসায় আসে ৭০ বছর বয়সী বৃদ্ধা শাশুড়ী। গত সোমবার রাতে গ্যাষ্টিকের ঔষধের কথা বলে তিনটি ঘুমের ঔষধ সেবন করায় জামাতা তপু। পরে রাতে তাকে ধর্ষন করে। সকালে জ্ঞান ফেরার পর বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয়েছে বৃদ্ধা।