প্রবাসী পরিবারের ৮ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট প্রবাসী পরিবারের ৮ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট - ajkerparibartan.com
প্রবাসী পরিবারের ৮ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট

4:18 pm , August 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের প্রবাসী চার ভাইয়ের যৌথ পরিবারের ৮ সদস্যকে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে নগদ সাড়ে সাত লাখ টাকা, ১২ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ওই গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, একই পরিবারের তিন ভাই কর্মের সুবাদে ইরাক ও একজন দুবাই থাকেন। অন্যান্য দিনের মতো গত ৩১ জুলাই পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে শিশু সন্তানদের কান্নাকাটি শুনে বাহাদুর মৃধার মামা গিয়াসউদ্দিন হাওলদার বাড়ির সামনের রাস্তা দিয়ে বাজারে যাবার সময় বাড়ির লোকজনকে ডাকাডাকি করে। এসময় কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের সামনের দরজা খোলা ও দরজার পাশে সিঁধ কাটা দেখে ডাকচিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে তারা ঘরে ঢুকে প্রবাসী বাহাদুর মৃধার মা সেলিনা বেগম, বাহাদুরের স্ত্রী আয়শা বেগম, মেঝ ভাইয়ের স্ত্রী লাকি বেগম, সেঝ ভাইয়ের স্ত্রী লামিয়া বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এসময় অসুস্থ মায়ের বুকের দুধ পান করায় একটি শিশু ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) আরও জানান, সোমবার রাতে মালামাল লুট করে নেওয়ার পর মঙ্গলবার রাতেও সম্ভবত ঘরে চেতনানাশক দ্রব্য স্প্রে করেছিল। যার ফলে গৃহকর্ত্রীসহ চারজনের অসুস্থাতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় মঙ্গলবার (১ আগস্ট) রাতে ওই ঘরে ঘুমাতে যায় প্রবাসী বাহাদুরের মামা কাসেম হাওলাদার, মামী বকুল বেগম, খালা নুরজাহান বেগম ও প্রবাসীর শাশুড়ী ফিরোজা বেগম। তারাও অজ্ঞান হয়ে গেলে বুধবার সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে প্রবাসীদের মামা গিয়াস উদ্দিন হাওলাদার বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT