তৃতীয় দিনের মতো বন্ধ ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি বিপাকে কাচাঁমাল ও গরু বোঝাই ট্রাক চালকরা তৃতীয় দিনের মতো বন্ধ ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি বিপাকে কাচাঁমাল ও গরু বোঝাই ট্রাক চালকরা - ajkerparibartan.com
তৃতীয় দিনের মতো বন্ধ ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি বিপাকে কাচাঁমাল ও গরু বোঝাই ট্রাক চালকরা

4:18 pm , August 3, 2023

মো: আফজাল হোসেন, ভোলা ॥ তৃতীয় দিনের মত বন্ধ রয়েছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েছে এ রুটে চলাচলকারী যানবাহন চালকসহ যাত্রীরা। পচঁন ধরেছে কাচাঁমালে। কাজের ধীরগতিতে বিক্ষোভ করেছে যানবাহ চালকরা। দুর্যোগের ফলে উত্তাল মেঘনার ঢেউয়ের তোরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শতাব্দী বাঁধন লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরি ঘাটের পন্টুনের ক্ষতি হয়। পন্টুনের র?্যাম্পটি নদীতে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফল দক্ষিনাঞ্চলীয় ২১ জেলার যানবাহন এই রুট দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি বন্ধ থাকার বিষয়টি না জানার কারনে যারা এসেছে তারা রয়েছে চরম দুর্ভোগের মধ্যে। পচনশীল মালামাল এবং গরু বোঝাই ট্রাক চালকরা রয়েছে সবচেয়ে বেশি ঝুকিতে। এদিকে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত ৪ শতাধিক গাড়ী। এসবপন্যবাহী যানবাহনের মধ্যে থাকা কাঁচামালে পচন ধরায় বিআইডব্লিউটিএ এর কর্তৃপক্ষের সামনে বিক্ষোভ করে চালকরা। তারা তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে কাজে গতি নিয়ে। এদিকে বরিশাল থেকে এসে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এসে বুধবার সকাল থেকেই মেরামতের কাজ শুরু করেছে। এসব বিষয় ভোলা-ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. পারভেজ খাঁন বলেন, কবে নাগাদ ফেরি চালু হবে তা স্পস্ট করে বলা যাচ্ছে না। আমাদেরকে ঘাট বুঝ দিলেই ফেরি চালানো সম্ভব হবে। যানবাহন চালকরা চরম ক্ষোভ প্রকাশ করছে। তার পরেও তাদের বলে দিয়েছি যাদের পচঁনশীল মালামাল তাদেরকে ঘুরে যেতে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT