4:17 pm , August 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর থেকে ৯ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার এ অভিযান করেছে কাউনিয়া থানার একটি দল। আটক কাওছার রুপাতলি সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের হাওলাদার বাড়ির রুস্তুম আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর ৩নং গলির মুখে অভিযান করা হয়। এ সময় নেশাজাতীয় ইনজেকশনসহ কাওছারকে আটক করা হয়েছে।