মেহেন্দিগঞ্জে দিনভর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক মেহেন্দিগঞ্জে দিনভর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জে দিনভর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

4:16 pm , August 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম মেহেন্দিগঞ্জ উপজেলায় দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। বৃহস্পতিবার তিনি মেহেন্দিগঞ্জ উপজেলায় গিয়েছিলেন। সফরে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, গাছের চারা রোপন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ ও আশ্রয়ন প্রকল্পের  উপকারভোগীদের সাথে কথা বলেছেন। প্রথমে তিনি দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে  সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মাহফুজ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহাম্মেদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. খোরশেদ আলম ভুলু, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বয়াতী প্রমুখ। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভা শেষে উপজেলা চত্বরে গাছের চারা রোপন করেন। পরে উপজেলার চর এককরিয়া ইউনিয়নের শান্তির হাট আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় ২০ টি উপকারভোগী  পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার চাল, ডাল, তেল, আলু বিতরণ করেন। এছাড়াও ২৩ জনের মাঝে সর্বোচ্চ ১৫ হাজার এবং সর্বনি¤œ ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৮৫ হাজার টাকার ঋণ সহায়তা দেন। জেলা প্রশাসক আশ্রয়নে বসবাসকারী উপকার ভোগী এবং নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT