4:15 pm , August 3, 2023

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে ঘোষেরচর দাখিল মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ম্যানেজিং কমিটির ৯ সদস্য পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ওই মাদ্রাসার ১১ সদস্যের মধ্যে ৯ জন সদস্য পদত্যাগ করেন। মাদ্রাসার সহকারী সুপার এইচএম সাইফুল ইসলাম সদস্যদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ম্যানেজিং কমিটির সদস্যদের অবমূল্যায়ন, অনিয়ম করে সুপার নিয়োগের চেষ্টা, নিয়মিত সভা না করায় পদত্যাগ করেছেন বলে জানান সদস্যরা। তবে মাদ্রাসার সভাপতি মো. মোদাচ্ছের হোসাইন ভূঁইয়া অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, মাদ্রাসার বরাদ্দকৃত টিআর এবং নগদ টাকার হিসাব চাওয়ায় কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। ঘোষেরচর দাখিলমাদ্রাসার সহকারী সুপার এইচএম সাইফুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রেজাউল করিম, জহিরুল ইসলাম, জসিম উদ্দীন, মো. শাহাবুদ্দিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য করুণা বেগম, দাতা সদস্য মো. মাহাবুব, শিক্ষক প্রতিনিধি সদস্য মো. সাইফুল ইসলাম, লুৎফর রহমান এবং তানিয়া একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ম্যানেজিং কমিটির সদস্য সচিব হিসেবে পদত্যাগপত্র জমা রেখেছি।’দাতা সদস্য মো. মাহাবুব জানান, মাদ্রাসার সভাপতি ম্যানেজিং কমিটির সদস্যদের মূল্যায়ন করেন না। তিনি খেয়ালখুশি মতো মাদ্রাসা পরিচালনা করেন এবং নিয়মিত সভা না করে বছরে ১/২ বার রেজুলেশনে স্বাক্ষর করেন। তার নিকট আত্মীয়কে সুপার পদে নিয়োগের দেওয়ার জন্য অনিয়ম করে আবেদন করিয়েছেন। ম্যানেজিং কমিটির সদস্যদের মতামত না নেওয়ায় সবাই পদত্যাগ করেছেন। এব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোদাচ্ছের হোসাইন ভূঁইয়া বলেন, ‘সদস্যদের পদত্যাগের বিষয়টি আমার জানা নাই। তবে মাদ্রাসার নগদ টাকা এবং একটন টিআর দিয়ে উন্নয়ন কাজের হিসাব চাওয়ায় সদস্যরা পদত্যাগ করে থাকতে পারেন।’