পাথরঘাটায় দুই দিন পরে ভেসে এলে জেলের লাশ পাথরঘাটায় দুই দিন পরে ভেসে এলে জেলের লাশ - ajkerparibartan.com
পাথরঘাটায় দুই দিন পরে ভেসে এলে জেলের লাশ

4:13 pm , August 3, 2023

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে মাছ শিকারে গিয়ে গত ১ আগস্ট মঙ্গলবার দুপুর ১ টার দিকে নিখোঁজ হয়েছিলেন আবুল হোসেন (৫৪) নামের এক জেলে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলবুনিয়া এলাকার বিষখালী নদীর কিনারা থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। আবুল হোসেন উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত: জিন্নাত আলী মুসুল্লির ছেলে। আবুল হোসেন মাছ শিকারের পাশাপাশি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তাবলীগ জামাতের রায়হানপুর ইউনিয়ন আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত কয়েক বছর ধরে তার পরিবার নিয়ে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বসবাস করতেন। সরেজমিনে গিয়ে জানতে চাইলে, স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোলবুনিয়া এলাকা থেকে তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় জনসাধারণ ভেসে আসা মরদেহ’র বিষয়টি নিশ্চিত করেন, তাৎক্ষণিক কামাল হোসেন পাথরঘাটা থানা ও কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ীকে মরদেহর বিষয়ে অবহিত করেন। খবর পেয়ে নদীতে ভাসতে থাকা মরদেহটি সনাক্তকরণ ও উদ্ধারের জন্য পাথরঘাটা থানা পুলিশ, বামনা থানার ফয়ার সার্ভিসের টিম ও মৃত আবুল হোসেন’র পরিবার ও এলাকা থেকে লোকজন ছুটে যায়, পরে মৃতের পরিবারের পক্ষ থেকে তার একমাত্র ছেলে মাহমুদুল হাসান ও মৃতের আপন ভাই মাওঃ আবু জাফর মরদেহটি নিখোঁজ হওয়া আবুল হোসেন’র বলে সনাক্ত করেন। সনাক্তকরণ করা হলে প্রশাসনিক সকল পর্যবেক্ষণ ও জিজ্ঞাসাবাদ শেষে রায়হানপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মনজুরুল আলম ও তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। তারা মরদেহ নিয়ে রায়হানপুর ইউনিয়নে তার বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার সময় তার জানাযা নামাজের সিদ্ধান্ত করা হয়। জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম বলেন, মরদেহ নদীতে ভেসে থাকার খবর পেয়ে আমাদের টিম সরেজমিনে গিয়ে উদ্ধার করেন, এবং মৃতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT