4:12 pm , August 3, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত হয়েছে ৬ জন। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সরোয়ার জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুল্লশ্রী গ্রামের আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের মডেল মসজিদ সংলগ্ন ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত হয়েছে ৬ জন।
আহত রোগীর স্বজন আব্দুল আজিম জানান, গৌরনদী উপজেলার টরকী সাউদের খালপাড় এলাকা থেকে মাহিন্দ্রযোগে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের আত্মীয় মাওলানা শামসুল হকের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ফুল্লশ্রী গ্রামের আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের মডেল মসজিদ সংলগ্ন বরিশালগামী ট্রাক (বরিশাল মেট্রো-ট ১১-০০১৪) ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আয়শা বেগম (৩০), আমেনা বেগম (৬০), শিশু মরিয়ম (৭), সাদ (৫), হাফিজা বেগম (৬০) ও মাহিন্দ্র চালক সালাম মাঝি (৬৫) আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, আহত ৪ জনের পা ভেঙ্গে গেছে এবং অন্য দুজনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।