কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে - ajkerparibartan.com
কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে

3:55 pm , August 3, 2023

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। বৃহস্পতিবার (৩ আগস্ট) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  গিয়ে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন জানান, রোগীদের প্রতি আমরা সার্বক্ষণিক খেয়াল রাখছি। হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হচ্ছে। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা জানান, হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষণিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি বরাদ্দকৃত ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের তরল খাবার ও ডাব খাওয়ার পরামর্শ দেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT