4:29 pm , August 2, 2023

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ শপথ গ্রহণ করলেন পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
বুধবার দুপুর সাড়ে ১২ টায় বরিশাল নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
শপথ গ্রহণ করেন পৌর মেয়র মোঃ ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর। উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সিমা রাণী ধর । ফাইজুর রশিদ খসরু গত ১৭ জুলাই পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি ৯ হাজার ৬২৫ ভোট পেয়ে জয় লাভ করেন।