4:29 pm , August 2, 2023

মোঃ আফজাল হোসেন, ভোলা ॥ দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ভোলা- লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা অংশের ফেরির পন্টুনের গ্যাংওয়ে নদীতে পড়ে যাওয়ায় ফেরি চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে রুট ব্যবহারকারী যানবাহন চালকরা।
গত ১ আগস্ট দুর্যোগপুর্ন আবহাওয়ার সৃস্টি হয়। প্রচন্ড উত্তাল হয়ে উঠে ভোলার মেঘনা নদী। মঙ্গলবার দুপুর ২টার পরে ঢাকা থেকে ছেড়ে আসা শতাব্দী বাঁধন নামক যাত্রী বাহি লঞ্চটি এসে ফেরি ঘাটের পন্টুনকে আঘাত করে। এতে পন্টুনের গ্যাংওয়েটি ও পন্টুনের ব্যাপক ক্ষতি হয়। গ্যাংওয়ে নদীতে পড়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ে দক্ষিনাঞ্চলীয় ২১ টি রুটের যানবাহন চালকরা। রাস্তায় পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত শতাধিক যানবাহন। তবে খবর পেয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ভোলা এসে পন্টুন মেরামতের কাজ শুরু করেছে। এদিকে ভোলার ইলিশা ঘাটে অপেক্ষায় থাকা ট্রাক চালক মোঃ হেলাল ও জাফর বলেন আমরা দুদিন ধরে পারাপারের অপেক্ষায় আছি। কখন পার হতে পারবো তা এখনো নিশ্চিত না। কাঁচা মালামাল রয়েছে। এছাড়া গরু নিয়ে যাচ্ছি। ঝড়ের ফলে ফেরি মেঘনার মাঝ নদীর চরে উঠে যাওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। ঐ ফেরি না নামা পর্যন্ত ফেরি চলবে বলে মনে হচ্ছে না। এদিকে ইলিশা ঘাটের ম্যানেজার মোঃ পারভেজ খাঁন বলেন, বরিশাল থেকে বিআইডব্লিউটিসিএ,র লোকজন চলে এসেছে। তারা সকাল থেকেই ফেরির পন্টুন ও গ্যাংওয়ে উঠানোর জন্যর কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফেরি চালু করতে পারবো। তবে কখন ফেরি চালাতে পারবো কা নিশ্চিত নয়।