4:27 pm , August 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান (বিপিএম-সেবাও পিপিএম)। বুধবার বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ মতবিনিময় সভা হয়। বরিশাল জেলা ও মহানগর বীর মুক্তিযোদ্ধাদের ডিআইজি বলেন, বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধ, বাঙালির জাতির জন্য একটি ঐতিহাসিক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান, আমাদের গর্ব ও অহংকার। আপনাদের সাথে পরিচিত হওয়া ও পরামর্শ গ্রহণের জন্য এই সভার আয়োজন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বরিশাল বিভাগের মানুষের সেবা করতে চাই।
বীর মুক্তিযোদ্ধাগণ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ডিআইজি মহোদয়ের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহ্জাহান হোসেন পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর বিক্রম) এবং অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ ফারুক উল হক, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন্স) মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম, উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে। সাংবাদিকদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, র্যাব-৮ কর্মরত থাকাকালীন গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। ভবিষ্যতে সাংবাদিকের সহায়তা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, আপনারা শুধু পেশার কারণেই কাজ করেন না, আপনাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে করার আহবান জানিয়েছেন।
তিনি জানান, জনগণের জান-মাল রক্ষা, জননিরাপত্তা প্রতিবিধান, মামলা তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ করাই পুলিশের প্রধানতম দায়িত্ব। পুলিশের কার্যক্রমকে বেগবান করতে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে। আমরা পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। পুলিশ যাতে জনগণকে হয়রানী করতে না পারে সে-দিকে লক্ষ্য রাখা হবে।