4:26 pm , August 2, 2023
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৪ তম ব্যাচের ১ম বর্ষের শিক্ষার্থী দুই পরিবারের জমজ বোন স্বর্ণা ও বর্ণা এবং জমজ ভাই তামিম ও তাহমিদ। শেবাচিমের গত ১০ বছরের ইতিহাসে এটাই প্রথম ঘটনা বলে জানিয়েছেন শেবাচিমের শিক্ষক ডা: রাশেদ বাবু। ছবিটি তাহের সুমনের ফেসবুক পেইজ থেকে নেওয়া -পরিবর্তন