পুলিশের হানা থেকে বাঁচতে ব্রিজ ভেঙ্গে ফেলার অভিযোগ পুলিশের হানা থেকে বাঁচতে ব্রিজ ভেঙ্গে ফেলার অভিযোগ - ajkerparibartan.com
পুলিশের হানা থেকে বাঁচতে ব্রিজ ভেঙ্গে ফেলার অভিযোগ

4:22 pm , August 2, 2023

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলায় মাদকের আস্তানায় পুলিশের হানা থেকে বাঁচতে মাদকসেবীদের  বিরুদ্ধে ব্রিজ  ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,  উপজেলা সদর পশ্চিম খুন্না গৌবিন্দপুর সরকারি হিজলা কলেজ সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। এতে ওই এলাকার স্থানীয় সাধারন মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
বাউশিয়া গ্রামের ইউপি সদস্য ঝন্টু হাওলাদার জানান, মেঘনা নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলো এখানে বসতি গড়ে তুলছে। এসব ভাঙ্গন কবলিত মানুষের সুবিধার্থে সবাই মিলে কাঠ ও বাশ দিয়ে একটি ব্রিজ নির্মান করি। এখানে কিছু জুয়াড়– ও মাদকসেবীরা প্রতিরাতে জুয়া ও মাদকের আড্ডা বসায়। পুলিশ যাতে হানা না দিতে পারে সেজন্য তারা ব্রিজ ভেঙ্গে ফেলছে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার ও বড়জালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT