নগরীতে সুদ ব্যবসায়ীর হামলায় সহকারী কাজী আহত নগরীতে সুদ ব্যবসায়ীর হামলায় সহকারী কাজী আহত - ajkerparibartan.com
নগরীতে সুদ ব্যবসায়ীর হামলায় সহকারী কাজী আহত

4:21 pm , August 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সুদ ব্যবসায়ীর টাকা ফেরত না দেওয়ার কারণে এক সহকারী কাজীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শফি মিয়ার গ্রেজ এলাকায় এ ঘটনা ঘটনা। এসময়ে আহত সহকারী কাজী এনামুল কবীরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনামুল কবীর বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নগরীর ৯নং ওয়ার্ডের কাজী অফিসে সহকারী কাজীর দায়িত্ব পালন করেন। হাসপাতালে আহত অবস্থায় এনামুল কবীর বলেন, কয়েক বছর আগে শায়েস্তাবাদ ইউনিয়নের পূর্ব হবিনগর গ্রামের মালেক হাওলাদারের ছেলে হাসানের কাছ থেকে আমি এক লক্ষ টাকা ধার নেই। বিনিময়ে হাসানকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ সুদ দিতে হয়েছে। সর্বশেষ আসল টাকার পরিবর্তে গত ৬ মাসে হাসান আমার কাছ থেকে ৯ হাজার টাকা সুদ নেয়। কিন্তু হাসান সুদের টাকা গ্রহণের পরে কোনো প্রমাণ দিতে অস্বীকৃতি জানায়। তবে আসল ১ লক্ষ  টাকা ধার নেওয়ার ক্ষেত্রে আমরা দুজনেই স্ট্যাম্পে লিখিতভাবে চুক্তিবদ্ধ হই। ইতিমধ্যে হাসানের পাওনা ১ লক্ষ টাকা আমি পরিশোধ করে দিয়েছি। কিন্তু হাসান কৌশলে পূর্বে আমার ব্যাংক একাউন্টের একটি ব্লাঙ্ক চেক নিয়ে তার কাছে জমা রাখে। এক পর্যায়ে হাসান আমার বিরুদ্ধে আদালতে চেক ডিজঅনার মামলা দেয়। মামলা করেও সুবিধা করতে বিফল হওয়ায় আমাকে মারধর করে। এনামুল কবীর আরও বলেন,  মামলা হয়েছে। আদালত আমায় যে শাস্তি দিবে তা মাথা পেতে নিবো। কিন্তু আদালত অবমাননা করে হাসান আমায় অযথা মারধর করেছে। এমনকি আমার কাছে থাকা নগদ ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি এসবের সুষ্ঠু বিচার দাবী করছি। তবে এ ঘটনায় হাসান হাওলাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাউনিয়া থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দীন বলেন, এক সহকারী কাজীকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT