4:05 pm , August 2, 2023

গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশে হাবিব সরদারের দীঘির পাশে বুধবার বিকেল সাড়ে ৪টায় দূর পাল্লার বাস এনা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শুভ মিয়া (৪০) গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার পান্না মিয়ার ছেলে। তিনি গৌরনদী পৌরসভার কম্পিউটর কাম অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে গেলে আরও ৯ যাত্রী আহত হন। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এনা পরিবহন বাসটি বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশে হাবিব সরদারের দীঘির পাশে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী গৌরনদী পৌর সভার কম্পিউটর কাম অফিস সহকারী শুভ মিয়াকে (৪০) চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী দীঘিতে পড়ে যায়। এতে ৯জন যাত্রী আহত হন। গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য কয়েকদিন আগে একই স্থানে বরিশালগামী শ্যামলী পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে দীঘির মধ্যে পড়ে একজন নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।