4:53 pm , August 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদীতে দাখিল পরীক্ষায় ফেল করায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘরে থাকা কীটনাশক সেবন করে মঙ্গলবার ছাত্রী আত্মহত্যা করেছে বলে মুলাদী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। আত্মহননকারী ছাত্রী শামীমা (১৮) মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপখিয়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন ঘরামীর কন্যা। সে হিজলা উপজেলার নরসিংহপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল। শামীমার স্বজনদের বরাতে ওসি মাহবুবুর রহমান বলেন, পরীক্ষায় ফেল করায় মাদ্রাসার ছাত্রী কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
শামীমার বাবা দেলোয়ার হোসেন জানিয়েছেন, গত শুক্রবার পরীক্ষার ফল দেয়া হয়। এতে শামীমা ফেল করেছে। পরীক্ষায় ফেলা করায় কান্নাকাটি করেছে ও মনমরা হয়ে থাকতো। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সকলের অগোচরে শামীমা ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে তাকে মুলাদী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেয়ার পথে শামীমা মারা যায়। এরপর শামীমার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।