আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা : পংকজ নাথ আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা : পংকজ নাথ - ajkerparibartan.com
আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা : পংকজ নাথ

4:52 pm , August 1, 2023

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর নেতৃত্বে হাজার-হাজার নেতাকর্মীদের নিয়ে মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, জিয়াউর রহমানের ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে জিয়াউর রহমান আবার সেই হত্যাকরীদের হাতেই নিহত হয়েছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় আসতে পারবেনা। বিএনপি আগুন সন্ত্রাস করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে বাঁধাগ্রস্ত করতে চায়। বিএনপি’র ষড়যন্ত্রই বাংলার মাটিতে সফল হবেনা। মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত প্রতিবাদ শেষে সাংসদ পংকজ নাথ এর নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে  পাতারহাট বন্দরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালের কাছে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, আবুয়াল তসলিম খান, বাদল চন্দ্র রায় ঝন্টু, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, আবদুল কাদের ফরাজি, হারুন অর রশিদ মোল্লা, মনির হাওলাদার, আবু রাশেদ মনি, শাহে আলম মীর, পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম, আলী আব্দুল্লাহ দোলন, মনির জমদ্দার, মিতা রাণী দাস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT