4:51 pm , August 1, 2023

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী পৌর এলাকা থেকে দেশীয় তৈরি পাইপ গান, জাল টাকা ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবিব। আটক দুলাল প্যাদা (২৪) মাদারীপুরের কালকিনী উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মৃত হাফেজ প্যাদার ছেলে। দুলাল নিজেকে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেছে জানিয়ে এসআই কাজী ওবায়দুল কবির বলেন, রাজনৈতিক পরিচয় যাচাই করা হয়নি। তবে তার বিরুদ্ধে কালকিনী থানায় দুইটি মাদক ও আরো একটি জাল টাকার মামলা রয়েছে। এসআই কবির আরো বলেন, দুলাল প্যাদা গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লায় আব্দুর রশিদ মাস্টারের বাসার ভাড়াটিয়া ছিলো। ভাড়া বাসায় অবস্থান করে দুলাল প্যাদা ইয়াবা ও জাল টাকার ব্যবসা করে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুলাল প্যাদাকে আটকের পর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাসার বিভিন্নস্থানে তল্লাশী চালিয়ে ১ হাজার ১শ’ পিচ ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসআই কবির বলেন, এ ঘটনায় দুলাল প্যাদার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে, একটি মাদকদ্রব্যে নিয়ন্ত্রন আইনে ও একটি বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে। এ ঘটনা নিয়ে মঙ্গলবার বিকেলে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলন করেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা দুলাল প্যাদার মা রাশিদা বেগম (৬২) বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও যরযন্ত্র থেকে আমার ছেলে দুলাল প্যাদাকে গ্রেপ্তার করেছে। সে নির্দোষ।
দুলাল প্যাদার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) অসীম কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বন্দরস্থ ভাড়াটে বাসার মালিকসহ আশপাশের গন্যমান্য ব্যক্তিদের উপস্থিততে অভিযান পরিচালনা করি এবং সকলের সামনে আসামি দুলাল প্যাদার ঘর থেকে অস্ত্রসহ অবৈধ মালামাল উদ্ধার করা হয়।