শোকার্দ্র আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে কালোব্যাচ বিতরণ শোকার্দ্র আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে কালোব্যাচ বিতরণ - ajkerparibartan.com
শোকার্দ্র আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে কালোব্যাচ বিতরণ

4:50 pm , August 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে শোকার্দ্র আগস্টের প্রথম দিনে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিজ হাতে কালো ব্যাচ পড়িয়ে দেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অন্যান্য কর্মসূচির মধ্যে আরও রয়েছে- শেখ কামালের জন্মদিন উপলক্ষে ০৫ আগস্ট সকাল ১১টায় গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা। ০৮ আগস্ট বিকাল ৪টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজনে আলোচনা সভা, কুইজ/রচনা প্রতিযোগিতা ও দেশাত্মবোধক আবৃত্তির পুরস্কার বিতরণী। ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ০৯ আগস্ট দুপুর ১২ টায় রচনা প্রতিযোগিতা এবং ১০ আগস্ট দুপুর ১২ টায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট বিকাল ৩ টায় শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা সভা ও ১৫ আগস্ট সকাল ৯ টায় শোক র‌্যালি, সকাল ৯.৩০ টায় ৬ দফা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় বৃক্ষরোপন, সকাল ১০.৩০ টায় আলোচনা সভা এবং রাত ৮ টায় বঙ্গবন্ধু হলের আয়োজনে আলোচনা সভা। এছাড়াও ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় থাকবে পবিত্র কুরআন খতম, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা। অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে ২১ আগস্ট বিকাল ৩টায় আলোচনা সভা। এছাড়াও ২৪ আগস্ট সন্ধ্যা ৭.৩০ টায় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে থাকবে তথ্য চিত্র প্রদর্শণী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT