কীর্তনখোলা নদীর চরের মাটি কাটায় দুই ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা কীর্তনখোলা নদীর চরের মাটি কাটায় দুই ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
কীর্তনখোলা নদীর চরের মাটি কাটায় দুই ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

4:48 pm , August 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীর চরের মাটি কেটে নেয়ায় দুই ইটভাটা মালিককে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার পরিচালিত অভিযানে নদীর তীর থেকে মাটি কাটার অপরাধে একটি ভেকু আটক করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের নির্বাহী হাকিম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। জরিমানা দেয়া দুইটি ইটভাটা হলো সদর উপজেলার চরকাউয়া এলাকার ফুজি ব্রিকস’র ও একই এলাকার আরিফ ব্রিকস। ফুজি ব্রিকসের পক্ষে নুরু হোসেন সরদার (৬৬) ও আরিফ ব্রিকসের পক্ষে মনির হোসেনকে (৪৫) দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় করা হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে ফুজি ব্রিকস থেকে ছয় লাখ টাকা এবং আরিফ ব্রিকস থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় পদ্মা ব্রিকসের একটি ভেকু আটক করে গ্রাম পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বেশ কিছুদিন ধরে কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরমোনাই, পশুরিকাঠী ও গিলাতলী এলাকার চর থেকে মাটি কেটে ইটভাটা নেয়। বিষয়টি জানার পর ওই তিনটি স্থানে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযান চলাকালে এর সত্যতা পাওয়া যায়। এরপর মাটি কেটে নেয়া শ্রমিকদের সাথে কথা বলে তাদের ইটভাটার মালিককে ঘটনাস্থলে এনে জরিমানা আদায় করা হয়। একই সাথে আর কখনো এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা রাখা হয়ে। এ ধ্রনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT