4:48 pm , August 1, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলায় খালের পানিতে ডুবে শিশু ও তার খালুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দুই জনের লাশ খাল থেকে উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি এসএম মাকসুদ আলম চৌধুরী জানিয়েছে। মৃত শিশু কন্যা ফাতেমা (৪) উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মো. আলাউদ্দীনের কন্যা। তার খালু কাইয়ুম ফকির (৩৫) উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামের বাসিন্দা। ওসি মাকসুদ আলম চৌধুরী পরিবারের বরাতে বলেন, নানা বাড়ীতে বেড়াতে আসা শিশু ফাতেমাকে নিয়ে উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের খালে দুপুর দুইটার দিকে গোসল করতে যায় খালু কাইয়ুম ফকির। গোসল শেষে তারা বাড়িতে না আসায় স্বজনরা খুজতে বের হয়। খাল পাড়ে এসে ট্রলারে দুই জনের জামা-কাপড় দেখতে পায় স্বজনরা। কিন্তু কাইয়ুম ও ফাতেমার কোন সন্ধান না পেয়ে খালে তল্লাশী করে। বিকেল পাঁচটার দিকে ট্রলার থেকে একশ গজ দুরে দুই জনকে ডুবন্ত অবস্থায় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানের নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
ওসি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে , পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। ওসি জানান, হার্ট ও কিডনিজনিত রোগে আক্রান্ত। শিশুটি খালে পড়ে ডুবে গেলে তাকে উঠাতে গিয়ে কাইয়ুম হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা গেছেন।