কাতারে পাঁচার করা স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর মামলা কাতারে পাঁচার করা স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর মামলা - ajkerparibartan.com
কাতারে পাঁচার করা স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর মামলা

4:47 pm , August 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কাতারে পাচার করা স্বামীর সন্ধান না পেয়ে তিন পাঁচারকারীর বিরুদ্ধে নালিশী মামলা করেছে স্ত্রী। মঙ্গলবার বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে ওই মামলা করেন স্ত্রী নুপুর বেগম। নাশিলী মামলা অভিযোগ হিসেবে রুজু করে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুর হোসেন। নালিশী মামলার বাদী নুপুর বেগম সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠি গ্রামের মো. কামাল হোসেন হাওলাদারের স্ত্রী। বিবাদীরা হলেন একই গ্রামের মাষ্টার হারুন হাওলাদারের ছেলে মাইনুল ইসলাম অরুন (৫০), তার স্ত্রী শাহনাজ পারভীন ও মৃত বারেক মৃধার ছেলে স্বপন মৃধা (৪০)।
নালিশীর বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, মামলার বিবাদী অরুন ও স্বপনের ভাই বিদেশ থাকে। নুপুরের স্বামীকে কাতার পাঠানোর প্রলোভন দিয়ে গত ১৬ মে ৩ লাখ ২০ হাজার টাকা নেয় অরুনের স্ত্রী শাহনাজ পারভীন। তারা টাকা নেয়ার পর স্বামী কামাল হোসেনকে কাতার পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে স্বামী কামাল কোন কাজ পায়নি। অর্ধহারে অনাহারে দিনযাপন করে।
বাদী অভিযোগ করেন তার স্বামীকে ষ্ট্যুরিষ্ট ভিসায় কাতার পাঠানো হয়। তাই তার কোন হদিস পাচ্ছেন না। বাদীর ধারনা তার স্বামী কোন দুষ্ট চক্রের খপ্পড়ে পড়েছে। স্বামীর যে কোন ধরনের ক্ষতির আশংকা করে মামলা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT