মেঘনায় প্রচন্ড উত্তাল ফেরিঘাট প্লাবিত মেঘনায় প্রচন্ড উত্তাল ফেরিঘাট প্লাবিত - ajkerparibartan.com
মেঘনায় প্রচন্ড উত্তাল ফেরিঘাট প্লাবিত

4:46 pm , August 1, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ঝড়ো বাতাস আর উজানী পানির চাপে প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। একই সাথে অতি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা অংশের ফেরির গ্যাংওয়ে। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ঝড়ো বাতাস আর থেমে থেমে বৃস্টি শুরু হয়। বাতাসের গতি আর উজান থেকে নেমে আসা পানির চাপে মেঘনা নদী প্রচন্ড উত্তাল হয়ে উঠে। ফলে লঞ্চ ও ফেরি চলাচলে বিঘœ হয়। এছাড়া ইলিশা অংশে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরিঘাটে পানিতে এ্যাপ্রোচ সড়ক এবং গ্যাংওয়ে ডুবে যায়। এ সময় নদীতে থাকা জেলে নৌকা দ্রুত নিরাপদে চলে আসে। মেঘনার জেলে মো: জাফর ও কালাম বলেন, হঠাৎ করেই নদীর পানি ফুসে উঠে। উত্তাল হয়ে উঠে তাই ঝুকি না নিয়ে কিনারে চলে এসেছি। এছাড়া ছোট ট্রলারের যাত্রী হোসনে আরাকে প্রশ্ন করলে বলেন, উলানিয়া যাব। তাই ট্রলারে যাচ্ছি। ট্রলার চালক বলছে সমস্যা হবে না। এছাড়া ঢাকা থেকে আসা যাত্রী কামরুল হাসান বলেন, নদী উত্তাল থাকায় আমরা প্রচন্ড ভয় পেয়েছি। আল্লাহ সুস্থ সুন্দর ভাবে নিয়া এসেছে এজন্য শুকরিয়া। বড় সমস্যা হচ্ছে ঘাটের লোকজনের হয়রানী। ব্যাগ দেখলেই তারা হযরানী করছে। অপরদিকে ফেরির এপ্রোচ সড়ক ও গ্যাংওয়ে ডুবে যাওয়াতে কিছুটা সমস্যা হলেও পাশে আরেকটি উচু ফ্লোরের ঘাট থাকায় সমস্যা তেমন হচ্ছে না। তবে ফেরি চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানালেন, ফেরিঘাটের ঘাট ম্যানেজার মো: পারভেজ খাঁন। তিনি আরো বলেন, ঢাকাগামী একটি লঞ্চ এমন ভাবে পন্টুককে ধাক্কা দিছে যে ঘাটের ২ জন আহত হয়েছে। খবর দেয়ার পর বরিশাল থেকে ইঞ্জিনিয়াররা এসে কাজ করছে। অপরদিকে ভোলা-লক্ষিপুর রুটের ফেরি চলাচল রয়েছে বন্ধ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT