4:43 pm , August 1, 2023
পরিবর্তন ডেস্ক ॥ বাংলাদেশ স্থপিত ইন্সটিটিউট (আইএবি) এর পূর্ন সদস্য পদ পেয়েছেন স্থপতি নূরুল হাসান সাক্ষর। এর আগে ২০১৬ সাল থেকে তিনি আইএবি’র সহযোগী সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ এ্যাশিয়া প্যাসিফিক থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ও ব্লেকিং ইন্সটিটিউট অব টেকনোলজি, সুইডেন থেকে টেকসই নগর পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সাল থেকে তিনি বরিশালে স্থাপত্য বিষয়ে কাজ করে আসছেন। তিনি বর্তমানে বরিশালের প্রতিষ্ঠান আহম্দে এসোসিয়েটস এর প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বোস এন্ড পাটর্নাস, আর্কিগ্রাউন্ড লি:, সাইফ-উল হক স্থপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ও অধ্যাপক সুলতানা বেগম দম্পতির সন্তান। এছাড়াও স্থপতি সাক্ষর বিপ্লবী বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক পদে কর্মরত রয়েছেন।