4:41 pm , August 1, 2023
বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতানতো ছুবোলো দুইদিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার বিকেলে বরিশালে এলে হোটেল গ্রান্ড পার্কে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রোটারী ক্লাব অব বরিশালের সভাপতি ও দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ। এসময় নোভো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি এ্যাড. তালুকদার মো: ইউনুস উপস্থিত ছিলেন। এর আগে রাষ্টদূত বরিশালের উজিরপুরের গুঠিয়া মসজিদ, দূর্গাসাগর ও বরিশাল লঞ্চঘাট পরিদর্শন করেন। তিনি বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য্যরে ব্যাপক প্রশংসা করেন -পরিবর্তন