4:38 pm , August 1, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের স্টিমারঘাট বেড়িবাঁধ সড়ক ছুঁই ছুঁই করছে কীর্তনখোলা নদীর পানি। তবে বিপদসীমা অতিক্রম করেনি বলে দাবী পানি উন্নয়ন বোর্ডের। এদিকে বৃষ্টিপাত হলেও গরম কমেনি নগরীতে। তবে লোডশেডিং অব্যাহত রয়েছে ঘন্টায় ঘন্টায়।
দুদিন ধরে বরিশালের আকাশে রোদ আর মেঘের খেলা চলছে। একই খেলায় মেতেছে বরিশালের বিদ্যুৎ বিভাগও। বিদুৎ বিভাগের লোডশেডিং এর সাথে পাল্লা দিয়ে থেমে থেমে বৃষ্টির স্বাদও পাচ্ছে নগরবাসী। তারপরও গরম কমছে না। মঙ্গলবার সকালে কিছুটা সময় ঝড়ো-হাওয়া বইলেও তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , আজ বরিশালর আবহাওয়া মেঘাচ্ছন্ন এবং গরম থাকবে। দিনের বেলা তাপমাত্রা ২৮ থেকে ৩২ এবং রাতে ২৭ থেকে ২৯ ডিগ্রি পর্যন্ত থাকবে? বাতাসের গড় গতি ঘন্টায় ১৩ কি.মি এবং ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩২ কি.মি। আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ নোটিশে বিপদসীমার নিচেই অবস্থান করছে কীর্তনখোলার পানি। তবে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা বলছেন, এটা এই মুহূর্তে বিপদসীমার অনেক উপরে। আমরা ভয় পাচ্ছি, রাতেই হয়তোপানি সড়কে ও বাসাবাড়িতে উঠে আসবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, নদীর নিচে প্রচুর পলি জমার কারণে পানি উপরদিকে বেশী মনে হচ্ছে। এতে আতঙ্কিত হবার কিছু নেই। তাছাড়া বিপদজনক পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
তিনি আরো বলেন, ঝড়ো হাওয়ার কারণে নদীতে ঢেউ হচ্ছে। এটা বাড়তে পারে। তাই ছোট ছোট নৌযানগুলোকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো না হলে তাদের চলাচল করতে নিষেধ করা হয়েছে বলে জানান রাকিব হোসেন ।