বোরহানউদ্দিনে গৃহপরিচারিকার চুরি করা প্রায় ২৫ ভরি স্বর্নালংকার উদ্ধার বোরহানউদ্দিনে গৃহপরিচারিকার চুরি করা প্রায় ২৫ ভরি স্বর্নালংকার উদ্ধার - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে গৃহপরিচারিকার চুরি করা প্রায় ২৫ ভরি স্বর্নালংকার উদ্ধার

3:58 pm , July 31, 2023

ভোলা অফিস ॥ বোরহানউদ্দিনে সুকৌশলী কাজের ফাঁকে গৃহপরিচারিকার চুরি করা ২৪ ভরি ৮ আনা স্বর্নালংকার উদ্ধার করেছে পুলিশ। একই সাথে গৃহপরিচারিকাকেও আটক করা হয়েছে। আটক গৃহপরিচারিকা ইয়াসমিন বোরহানউদ্দিন উপজেলার কুতুবা গ্রামের রুহুল আমীনের স্ত্রী। বোরহানউদ্দিন থানা পুলিশ রোববার মধ্যরাতে তাকে গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ২৯ জুলাই দুপুরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বাদী তাসলিমা বেগমের ঘর থেকে এ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ইয়াসমিন। বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. রেজাউল ইসলাম রাজিব জানান, ১৭ দিন ধরে আসামি ইয়াসমিন বাদী তাসলিমা বেগমের বাসায় কাজ করেছিলেন। শনিবার দুপুরে কাজ করতে গিয়ে তাসলিমা বেগমের ঘরের আলমারির নিচে থাকা ২৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার নিয়ে ইয়াসমিন চলে যায়। যাঁর মধ্যে ছিল ২ ভরি ৫ আনা ওজনের ৩টি চেইন, ৭ ভরি ওজনের ১৩ জোড়া কানের দুল, ৬ ভরি ওজনের ২টি নেকলেস, ৪ ভরি ওজনের ২ জোড়া রুলী, ২৭টি আংটি, ৫ আনা ওজনের ১টি ব্রেসলেট। যাঁর বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। বাদী তাসলিমা বেগম ঘরে স্বর্ণালংকারের ব্যাগটি দেখতে না পেয়ে প্রথমে ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু ইয়াসমিন চুরির বিষয়টি স্বীকার করেনি। এরপর শনিবার রাতে বাদী অজ্ঞাননামা আসামি উল্লেখ করে থানায় একটি চুরির মামলা করেন। পুলিশ মামলা নিয়ে ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বাড়ির বাগানের মধ্য লুকিয়ে রাখা স্বর্নালংকারের সন্ধান দেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT