প্রয়োজনে গণ গ্রেফতার হবো তারপরও রাজপথ ছাড়বোনা -মহানগর বিএনপির আহ্বায়ক প্রয়োজনে গণ গ্রেফতার হবো তারপরও রাজপথ ছাড়বোনা -মহানগর বিএনপির আহ্বায়ক - ajkerparibartan.com
প্রয়োজনে গণ গ্রেফতার হবো তারপরও রাজপথ ছাড়বোনা -মহানগর বিএনপির আহ্বায়ক

3:56 pm , July 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর ও উত্তর বিএনপি।  বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আলহাজ কে এম শহীদুল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ মহানগর বিএনপির সদস্য নুরুল আলম ফরিদ,আ.নম সাইফুল ইসলাম আজিম, হুমায়ন কবীর মাসুদ, আজাদ হোসাইন,আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান,মহানগর মহিলা দলের সাধারন সম্পাদিক পাপিয়া বেগম, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মশিউর রহমান মঞ্জু,সদস্য সচিব খান মোঃ আনোয়ার, বরিশাল বিভাগীয় যুবদলের সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, মহানগর ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রনি ।
সভায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, প্রয়োজনে গণ গ্রেফতার হবো তারপরও রাজপথ ছাড়বোনা। তিনি আন্দোলনে সবাইকে একযোগে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT