3:55 pm , July 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে পৃথক অভিযানে এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে কোতয়ালী মডেল থানার পুলিশ এ অভিযান করে। আটক সুমন ইসলাম (৪১) নগরীর ৩০নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর আরাফাত হাসান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গীর্জা মহল্লার মনি জুয়েলার্সের সামনে থেকে সুমন নামের একজনকে তল্লাশি করলে তার কাছ থেকে দুইশো পিস ইয়াবা উদ্ধার হয়। এসময় তার দেয়া তথ্য মতে চহঠা এলাকার মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩৮) এর ঘরে তল্লাশি চালিয়ে এক হাজার চারশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধার হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন মাদক কারবারি রাসেল হাওলাদার। আটককৃত সুমন ইসলাম বলেন, তার কাছ থেকে যে দুইশো পিস ইয়াবা উদ্ধার হয়েছে তা রাসেলের। আটককৃত সুমন ও পলাতক রাসেলের বিরুদ্ধে বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর আরাফাত হাসান। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পলাতক আসামিকে আটকে অভিযান চলমান রয়েছে।