পেয়ারা বাগান দেখতে আজ বরিশালে আসবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত পেয়ারা বাগান দেখতে আজ বরিশালে আসবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত - ajkerparibartan.com
পেয়ারা বাগান দেখতে আজ বরিশালে আসবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

3:54 pm , July 31, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বাংলার ভেনিস খ্যাত বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য এবং এশিয়ার সর্ববৃহৎ আটঘর কুড়িয়ানার পেয়ার বাগান স্বচক্ষে দেখতে ও পদ্মা সেতুর সুফল উপভোগ করতে আসছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো। তিনি আজ মঙ্গলবার দুপুরে বরিশালে পৌছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো বরিশালের একটি হোটেলে অবস্থান করবেন এবং বিকেলে বরিশাল নগরীতে মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান ও বাণিজ্যিক এলাকা পরিদর্শন করবেন।
পরের দিন সকালে তিনি ঘন্টা তিনেক সময় আটঘর কুড়িয়ানা পরিদর্শন করবেন। ফিরে এসে বরিশাল সিটি করপোরেশনের মেয়র এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গৌরনদী আগৈলঝাড়া ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে বরিশাল ত্যাগ করবেন বলে জানা গেছে। তার সফরসঙ্গী নোভো গ্রুপের ম্যনেজিং ডিরেক্টর ও সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন এর সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দুই দেশের পারস্পারিক ব্যবসা বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এই সফর করছেন। তিনি বহু কাঙ্খিত পদ্মাসেতু নির্মানের বদৌলতে বাংলাদেশের দক্ষিন অঞ্চলকেন্দ্রিক যে উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে তা স্বচক্ষে দেখে বাণিজ্যিক চিন্তাভাবনাকেও প্রাধান্য দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতানতো সুবোলো (Heru Hartanto subolo) এবং নোভো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান এই সফর সময়ে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র এবং বরিশাল চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করার সম্ভাবনা আছে বলেও জানা গেছে। দুদিনের সফরে ২ আগষ্ট সকালে তারা স্বরূপকাঠি আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ও ভাসমান বাজার, গুঠিয়া মসজিদ, দুর্গা সাগর সহ দর্শনীয় স্থান পরিদর্শনের সম্ভাবনা আছে । ৩ আগষ্ট সকালে অতিথিবৃন্দ গৌরনদীর নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন এর সংবর্ধনা গ্রহণ করবেন। এ সময় উপস্থিত থাকবেন বিশেষ অতিথি গৌরনদী উপজেলা চেয়ারম্যন সৈয়দা মনিরুন্নাহার মেরি, সৈয়দ মতলুবর রহমান ফউন্ডেশন এর সাধারন সম্পাদক এসএম মহিউদ্দিন বাদশা, সহ-সম্পাদক সৈয়দ আরিফুর রহমান আজাদ ও ফউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা নাসরিন রহমান এবং ফাউন্ডেশনের স্থানীয় কমিটির অন্যান্য সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT