ভান্ডারিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা ভান্ডারিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

3:52 pm , July 31, 2023

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে শেখ কামাল পৌর অডিটরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সভাপতিত্বে, বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভান্ডারিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, অফিসার ইনচার্জ আসিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল ইসলাম, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, প্রেস ক্লাবের পক্ষে সাংবাদিক ছগির হোসেন, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু প্রমুখ। তাকে রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT