বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার ঘণ্টাব্যাপী অবরুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার ঘণ্টাব্যাপী অবরুদ্ধ - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার ঘণ্টাব্যাপী অবরুদ্ধ

3:19 pm , July 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ একাডেমিক জটিলতা দূরসহ তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদারকে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিজ অফিস কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা রেজিস্ট্রারের কক্ষ ত্যাগ করেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরকে শিক্ষার্থী কর্তৃক ‘স্যার’ সম্বোধন থেকে বিরত থাকা, শিক্ষার্থীদের একাডেমিক জটিলতা দ্রুত সমাধান করা ও বিশ্ববিদ্যালয় থেকে সম্পদ চুরির দায়ে অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনা। আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা অমিত হাসান রক্তিম বলেন, গত বৃহস্পতিবার রেজিস্ট্রার স্যারের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ গিয়ে বিভিন্ন দাবি পেশ করেন। কিন্তু তিনি সেগুলোর বাস্তবায়নে উদ্যোগী হননি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা মিলে তাকে অবরুদ্ধ করে রাখি। ববির রেজিস্ট্রার সুপ্রভাত হালদার বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে দুপুরে আমার অফিস কক্ষে এসেছিল। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারা বলেছে আমাকে এক ঘন্টা অবরুদ্ধ রাখা হয়েছে। উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বেলা ১টার দিকে কিছু দাবি নিয়ে আমার কাছে এসেছিল। তারা সেগুলো পড়ে শুনিয়েছে এবং লিখিত দিয়ে গেছে। যৌক্তিকতা ও বাস্তবতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT