ভোলায় বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত ভোলায় বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত - ajkerparibartan.com
ভোলায় বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত

3:16 pm , July 31, 2023

মো: আফজাল হোসেন, ভোলা ॥ সারাদেশের ন্যায় দ্বীপ জেলা ভোলাতেও জন সমাবেশ করেছে বিএনপি। হাজার হাজার মানুষের অংশ গ্রহনের সমাবেশ থেকে নেতারা শেখ হাসিনার পদত্যাগ দাবী করে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান। সোমবার বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের মহাজনপট্রিস্থ্য জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাবেক মেয়র শফিউর রহমান কিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জন সমাবেশ। এ সময় বক্তারা বলেন, বিএনপির শান্তিপূর্ন অবস্থানের উপর পুলিশ অতর্কিত হামলা করে শত শত নেতাকর্মীদের আহত করেছে। বৃস্টির মত গুলি আর টিয়ারসেল ছুড়েছে। অথচ আদালতের নির্দেশ রয়েছে শান্তপূর্ন সমাবেশে বাঁধা না দিতে। পুলিশের মদদে বাসে আগুন দিয়ে এখন তা বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। দেশের মানুষ এসব নাটক বুঝে। বাস চালক বলেছে, পুলিশের সামনেই কারা করেছে। বক্তারা বলেন, শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। শান্তিপূর্ন সমাবেশে আন্দোলন করবে। কোন ধরনের উসকানীতে পা দিবে না। পুলিশ ও আওয়ামী লীগ এখন পায়ে পাড়া দিয়ে অশান্ত করতে চাচ্ছে। গনতন্ত্র এবং মানবতার মাবেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে আন্দোলন আরো বেগবান হবে বলেও ঘোষনাদেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব রাইসুল আলম, এনামুল হক, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর কাদের সেলিম ও জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক খন্দকার আলামিনসহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলসহ জনসমাবেশ স্থলে আসেন। এসময় মিছিলের নেতাকর্মীরা নানান ধরনের প্লেকার্ড বহন করে সরকার বিরোধী স্লোগান প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT