জমি দখল চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন জমি দখল চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
জমি দখল চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন

3:15 pm , July 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলার কাউরিয়া বন্দরের পাশের জমি দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্য হরিমোহন দাস। সে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধার মানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, ‘আজিমপুর মৌজায় মোট ১৮ শতাংশ জমির মালিক বসন্ত কুমার দাস ও হেম প্রবাদাস। ১৯৮৬ সালের ১০ এপ্রিল তাদের কাছ থেকে ক্রয় সূত্রে মালিক হয় চিন্তাহরন, মদন মোহন ও দিলিপ দাস। জীবদ্দশায় চিন্তাহরণ দাস ওই জমিতে সুপারীসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ রোপন ও পরিচর্যার মাধ্যমে ভোগ করেন। তার মৃত্যুর পর ছেলে ডা. হরিদা এবং মদন মোহন দাসের ভোগ দখলে রয়েছে। ওই জমির পৌনে দুই শতাংশ জমির অবস্থান কাউকিয়া বন্দরের দক্ষিণ পাশে ব্রীজ সংলগ্ন রাস্তার সাথে। ওই জমি ব্যবসা বাণিজ্যের উপযোগী হওয়ায় আজিমপুর গ্রামের বাসিন্দা মৃত ছালাম হাওলাদারের ছেলে মনির হাওলাদার ও তার দুই ছেলে নাঈম ও তুহিন নিজেদের দাবি করে দোকান-ঘর নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা করে। বিষয়টি হিজলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুকে অবহিত করা হয়। তিনি মনির ও তার পরিবারের লোকেদের ডেকে দখল কার্যক্রম থেকে বিরত থাকতে বলেন। কিন্তু এর পরও ওই জমি জবর দখলের চেষ্টা অব্যাহত রাখে। এ ঘটনায় ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দিলে স্থানীয় সালিশদাররা হরিদাসের পক্ষে একটি লিখিত রোয়েদার্দ প্রদান করেন। ফলে মনির হাওলাদার টিনের ঘরটি অপসারণ করে। পরে ওই জমিতে রাস্তার দুই পাশে দুটি পাকা স্থাপনার মাধ্যমে দোকান ঘর নির্মাণ করেন। একটি ঘর কাউরিয়া বন্দরের ব্যবসায়ী অলিউদ্দিন তালুকদার ও আলামীনের কাছে চুক্তিতে ভাড়া দেয়া হয়। হঠাৎ করেই ৪-৫ মাস পূর্বে মনির হাওলাদার ও তার দুই ছেলে নতুন করে ওই জমি এবং দোকান দুটি তাদের দাবি করে। এমনকি তারা দোকানের ভাড়াটিয়াদের কাছে মাসিক ভাড়ার টাকা দাবি করেন। ভাড়া না দিলে দোকানে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেয়।
হরিমোহন দাস অভিযোগ করেন, মনির হাওলাদার ও তার দুই ছেলের কর্মকান্ডে আতঙ্কে শঙ্কিত হয়ে পড়েছেন তারা। মনির হাওলাদার ও তার দুই ছেলে হরিদাসের মা-বোনদেরও প্রকাশ্যে অকথ্য ভাষায় গালাল করছে। কখনো তাদের হাত-পা ভেঙে ভারত পাঠিয়ে দেয়াসহ হত্যা করার হুমকি দিচ্ছে। এমনকি রাতের আধারে মনির ভাড়াটিয়াদের উঠিয়ে দিয়ে সম্পত্তি দখল নিয়েছে। এখন আমার দোকানের ভাড়াও মনির নিচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে হরিমোহন দাস দখল হয়ে যাওয়ার তার দোকান এবং সম্পত্তি পুনরুদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। তবে জবর দখলের অভিযোগ অস্বীকার করেছেন মনির হাওলাদারের ছেলে নাঈম বলেন, ‘যেই জমি নিয়ে বিরোধ চলছে তার প্রকৃত মালিক আমরাই। জমি ক্রয়ের সময় আমাদের যে দলিল দেয়া হয়েছে সেখানে বিরোধপূর্ণ ওই জমির অংশও রয়েছে। আমাদের কাছে এ সংক্রান্ত স্ট্যাম্পে চুক্তিপত্রও রয়েছে। তাছাড়া ইতিপূর্বে কাজিরহাট থানা পুলিশ আমীনের সহযোগিতায় আমাদেরকে জমি বুঝিয়ে দিয়েছে। কিন্তু হরিমোহন দাস ও তার পরিবার সেটা মানছে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT