3:15 pm , July 31, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আহসান হাবীব কামালের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ দোয়া মোনাজাত করা হয়। এ সময় সাবেক মেয়র অহসান হাবীব কামালের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল। দোয়া অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। এ সময় দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মুহাম্মদ নাঈম।