বাবুগঞ্জে চাল বিতরণ নিয়ে পাল্টাপাল্টা অভিযোগ ॥ বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে চাল বিতরণ নিয়ে পাল্টাপাল্টা অভিযোগ ॥ বিক্ষোভ মিছিল - ajkerparibartan.com
বাবুগঞ্জে চাল বিতরণ নিয়ে পাল্টাপাল্টা অভিযোগ ॥ বিক্ষোভ মিছিল

4:25 pm , July 30, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাৎ এর অভিযোগ তুলে সাবেক চেয়ারম্যান ও তার সমর্থিত লোকজন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মাধবপাশা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযোগ তোলেন ১৭ মেট্রিক টন দুর্যোগ মানবিক খাদ্য সহায়তা বরাদ্দের চাল চেয়ারম্যান বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এদিকে পাল্টা অভিযোগ করেছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান। তিনি বলেন সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আমার সাথে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য একের পর এক মিথ্যা অভিযোগ তুলে আসছেন। ১৭ মেট্রিক টন দুর্যোগের মানবিক খাদ্য সহায়তার বরাদ্দের চাল আত্মসাৎ এর অভিযোগ অস্বীকার করে বলেন, সেই চাল কোরবানির ঈদের কয়েকদিন আগেই তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমার উপস্থিতিতে বিতরণ করা হয়। এ চাল বিতারণ আয়োজন ইউনিয়ন পরিষদের আওতাধীন সিসি টিভিতেও রয়েছে। কিন্তু সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের যোগসাজসে বর্তমান মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি আমার পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র জয়নল সহ অন্যদের কাছে প্রদান করেন এবং বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে মানহানি কর সংবাদ প্রকাশ করে। আমরা পরিষদের সকল সদস্য নিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমার সাথে আলোচনা মাধ্যমে তাকে সাময়িকভাবে রেজুলেশন এর মাধ্যমে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এই কথা শুনে জয়নাল আবেদীন ও আমার পরিষদের সদস্য লিপি আক্তার স্থানীয় কিছু লোক নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT