4:24 pm , July 30, 2023

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি শহরে কিশোর গ্যাং এর হামলায় হামীম খলিফা নামে সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী আহত রক্তাক্ত জখম হয়েছে। আহত হামীম ঝালকাঠি শহরের জেলে পাড়ার বাসীন্দা নান্না খলিফার ছেলে। রবিবার বেলা ১২ টার ঝালকাঠি শহরের জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার হামীম জানান, ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকার সজল, আপন, রিফাত, জয়সহ ১০/১২ জন কিশোর গ্যাং তাকে ঝালকাঠি জেলা শিক্ষা অফিসের সামনে পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে মাথার পিছনে আঘাত করে রক্তাক্ত জখম করে পকেটে থাকা নগদ টাকাসহ মানিব্যাগ, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আমি মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। হামীমের মাথার পিছনে ১৭টি সেলাই লেগেছে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।”
আহত হামীম খলিফা (তুষার) এ বছর ঝালকাঠি সরকারী বালক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।