4:24 pm , July 30, 2023

বিশেষ প্রতিবেদক ॥ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশাল মহানগরীর বিভিন্ন মসজিদে ওয়াজ, মিলাদ ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ আসর থেকে এশার নামাজ পর্যন্ত বিভিন্ন মসজিদ সমূহে ওয়াজ নসিহত ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
পবিত্র আশুরা উপলক্ষে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুরের বিশ^ জাকের মঞ্জিলে। চন্দ্র মাসের হিসেব অনুযায়ী ৯ মহররম শুক্রবার মাগরিব নামাজ থেকে বিশ^ জাকের মঞ্জিলে আশুরা উপলক্ষে এবাদত বন্দেগী শুরু হয়। তবে ৯ মহররম জুমার নামাজ আদায়ের লক্ষে শুক্রবার দুপুরের আগেই সারাদেশ থেকে বাস কাফেলা নিয়ে হাজার হাজার জাকেরান ও আশেকান সহ মুসল্লীরা বিশ^ জাকের মঞ্জিলে পৌঁছতে থাকেন।
জুমার বিশাল জামাতে সারাদেশ থেকে আগত মুসল্লীরা নামাজ আদায়ন্তে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবেরে রওজা শরীফ সম্মিলিতভাবে জিয়ারতে অংশ নেন।
বাদ মাগরিব দুই রাকাত করে ৬ রাকাত নফল নামাজ ও ফাতেহা শরিফ পাঠন্তে ভিন্ন ভিন্ন ভাবে দোয়া মোনাজাতে অংশ নেন সমবেত জাকেরান, আশেকান ও মুসল্লীরা। এ উপলক্ষে বিশ^ জাকের মঞ্জিলে রাতভরই ওয়াজ নসিহত ছাড়াও জিকির, মোরাকাবা মোসাহেদা, দুরুদ শরীফ পাঠ সহ শেষ রাতে পবিত্র কোরআন তেলাওয়াত,মিলাদ ও জিকির এবং ফজরের নামাজ আদায় করা হয়। বাদ ফজর ফাতেহা শরীফ পাঠন্তে দোয়া মোনাজাত এবং খতম শরীফ আদায় করেন সমবেত মুসল্লীরা।
শনিবার ভোরে পুনরায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং পীর ছাহেবের রওজা শরীফ জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরীফ পাঠন্তে আখেরী মোনাজাতের মাধ্যমে এ দরবার শরীফে আশুরা’র কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে শনিবার দিনভরই নানা বন্দেগীতে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান সহ মুসল্লীরা অংশ নেন।