ভ্যানচালকের মেয়ে পেলেন জিপিএ-৫ ভ্যানচালকের মেয়ে পেলেন জিপিএ-৫ - ajkerparibartan.com
ভ্যানচালকের মেয়ে পেলেন জিপিএ-৫

4:23 pm , July 30, 2023

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী ॥ পিরোজপুরের কাউখালীতে ভ্যানগাড়ি চালক নুরুন্নবী খুব সকালে বেরিয়ে যান আয় রোজগারের জন্য।
হাড়ভাঙ্গা খাটুনি আর মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের লেখাপড়ার খরচ যোগিয়েছেন।
মা সালমা বেগম সন্তানকে দেখভাল করতেন এবং স্কুলে পৌঁছে দিতেন পায়েলকে।
এ ভাবেই পায়েলের এগিয়ে যাওয়া।
কাউখালি এসবি সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে উপজেলার দক্ষিণ বাজার নিবাসী ভ্যানচালক নুরুন্নবী-সালমা দম্পতির মেয়ে পায়েল।
এর আগে ২০১৭ সালে পায়েল কাউখালি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যান্টেপুলে বৃত্তি পেয়েছে।
পায়েলের এই প্রাপ্তির পেছনে মা-বাবা এবং  স্কুল শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।  তবে পায়েলের ভবিষ্যত নিয়ে চিন্তিত পায়েলের বাবা-মা। কাউখালী উপজেলার শিক্ষানুরাগী  আব্দুল লতিফ খসরু বলেন, মেধাবী শিক্ষার্থীদের আমাদের সবার সহযোগিতা করা দরকার। অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে নুরুন্নবী তার মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। ভ্যানচালক নুরুন্নবী বলেন, আমি আমার মেয়েকে আদর্শের শিক্ষা দিয়েছি। পায়েল বলেন, সকলের সহযোগিতা পেলে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT