4:22 pm , July 30, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ গঠন করার লক্ষে নগরীরতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর একটি আবাসিক হোটেল মিলনায়তেন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সনাতন ধর্ম সুরক্ষা পরিষদের আহবায়ক ধীরেন্দ্রনাথ বারুবী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের আহবায়ক প্রসান্ত কুমার রায়, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক চিদানন্দ স্বরস্বতী, আন্তর্জাতিক শ্রীমদ্ভগীতা অনুশীলন সঙ্গের সভাপতি হরিপদ দাস ও প্রশান্ত কুমার হালদার। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় আহবায়ক অসীম কুমার সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগের যুগ্ম-আহবায়ক সবুজ দাস গুপ্তা। সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক এ্যাড. গৌরঙ্গ বসু। সার্বিক সহযোগীতায় ছিলো সুধাম ঘোষ। বক্তব্য রাখেন হিন্দু কল্যান ট্রাস্টির বিপুর বিহারী হালদার, গৌর রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, সুরজিত দত্ত লীটু, সংকর কুমার, দৃপ্তি ঘোষ, ডা. সুবল মজুমদার, নারায়ন চন্দ্র দে নারু, বিশ্বজিত ঘোষ বিশু, গোপাল সাহা ও সুপ্রিয় দত্ত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করে সত্যাপ্রিয় নন্দ জীবন মহারাজ।