গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং নিয়ে অভিজ্ঞতা বিনিময় গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং নিয়ে অভিজ্ঞতা বিনিময় - ajkerparibartan.com
গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং নিয়ে অভিজ্ঞতা বিনিময়

4:21 pm , July 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে দিনব্যাপী “নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। সিপিবি বাংলাদেশ’র উদ্যোগে এবং ইন্টারনিউজের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বরিশালের স্থানীয় এবং জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।
নলেজ শেয়ারিং অনুষ্ঠানে ফ্যাক্ট চেকিং কি, সংবাদ মাধ্যমে ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি ও ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষণ এবং ধারণা দেয়া হয়।
কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ বলেন, ‘ভুল তথ্য বিস্তার প্রতিরোধে আমাদের অবশ্যই সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনী থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।
তিনি বলেন, তথ্যের গেইটকিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই উৎসের যথার্থতা যাচাই করার দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে সাংবাদিকরা শুধু পেশাদারিত্বই রক্ষা করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও সুসংহত করে।’
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য পাঠকদের কাছে তুলে ধরা সম্ভব হয়। ফ্যাক্ট চেকিং না হলে পাঠকরা বিভ্রান্তমূলক তথ্যের শিকার হয়। এসময় অংশগ্রহণকারীরা দাবি করেন ভবিষ্যতে দীর্ঘ সময় নিয়ে এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT